নৃপেন্দ্রনাথ রায়চৌধুরী (১৯-২-১৯০৬ – ৩০-৪-১৯৭৭) রায়েরকাঠী-বরিশাল। মেদিনীপুরে জন্ম। সংস্কৃতবিদ আদর্শ শিক্ষাব্ৰতী অধ্যাপক উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রী। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালিতে বি.এ. (১৯৩০) ও এম.এ. (১৯৩৬) পাশ করে সাংবাদিকরূপে জীবন আরম্ভ করেন। পরে বাংলায় উদয়ন, পঞ্চপুষ্প, উত্তরায়ণ প্রভৃতি, হিন্দীতে নটী এবং ইংরেজীতে দ্য ওরিয়েন্ট, দ্য উইকলীষ্টার অফ ইন্ডিয়া, দ্য কমার্স প্রভৃতি পত্রিকার সম্পাদনা করেছেন। বিভিন্ন পত্রিকায় ছোটগল্প, কবিতা, অনুবাদ এবং প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব, অর্থনীতি, সমাজবিদ্যা প্রভৃতি বিবিধ বিষয়ে পাণ্ডিত্যপূর্ণ বহু প্ৰবন্ধ প্রকাশ করেছেন। কিছুকাল ভূপাল রাজ্যের প্রত্নতত্ত্ববিভাগের অধিকর্তা এবং সাঁচীস্তুপ ও বরোদা যাদুঘরের তত্ত্বাবধায়ক নিযুক্ত ছিলেন। ভরতবর্ষীয় বৌদ্ধমঠ মন্দিরের উপর রচিত নানা গ্রন্থের পাণ্ডিত্যপূর্ণ টীকা রচনা করেন। চল্লিশ থেকে ষাটের দশকের মধ্যে ভরত সরকারের নানা উচ্চপদে কাজ করেছেন। ১৯৫০ খ্রী. ভারত সফররত আন্তর্জাতিক রেডক্রস সংস্থায় তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন।
পূর্ববর্তী:
« নৃপেন্দ্রনাথ বসু, ডাঃ
« নৃপেন্দ্রনাথ বসু, ডাঃ
পরবর্তী:
নৃপেন্দ্রনাথ সরকার, স্যার, কেসিএসআই »
নৃপেন্দ্রনাথ সরকার, স্যার, কেসিএসআই »
Leave a Reply