নৃপেন্দ্ৰনাথ বসু, এন,এন ভোস (২৩-১২-১৮৮৬ – ১৭-৪-১৯৭৩)। ভারতের স্কাউট সংগঠনের অন্যতম পুরোধা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে ১৯১২ খ্রী. আইনজীবী হিসাবে কলিকাতা হাইকোর্টে যোগ দেন। সব রকম খেলাধূলা, ভারোত্তোলন, গান-বাজনা ইত্যাদি ব্যাপারে তার উৎসাহ ছিল। শিশু রঙমহল (সি-এলটি)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« নৃপেন্দ্ৰচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
« নৃপেন্দ্ৰচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
নৃপেন্দ্ৰনাথ মিত্ৰ »
নৃপেন্দ্ৰনাথ মিত্ৰ »
Leave a Reply