নৃপেন্দ্রচন্দ্র বসু বা নেপা বোস (১৪-৬-১২৭৪ – শ্রাবণ ১৩৩৪ ব) কলিকাতা। হরিশ্চন্দ্র। ক্লাসিক থিয়েতারে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের ‘আলিবাবা’ নাটকের নৃত্য পরিচালনায় তিনি বাংলা থিয়েটারে নবযুগের সূচনা করেন (১৮৯৭)। নিজে আবদাল্লার ভুমিকায় অভিনয় করে নৈপুণ্যের পরিচয় দেন। অভিনেতা হিসাবে তার বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা ‘ফকড়ে’, ‘দেলদার’ ও ‘নিমচাঁদ’।
পূর্ববর্তী:
« নৃত্যগোপাল শেঠ
« নৃত্যগোপাল শেঠ
পরবর্তী:
নৃপেন্দ্রনাথ বসু, ডাঃ »
নৃপেন্দ্রনাথ বসু, ডাঃ »
Leave a Reply