নৃপেন্দ্ৰচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় (১৫-৬-১৮৮৫ – ১৮-৮-১৯৪৯)। প্ৰথমে অধ্যাপকরূপে কৰ্মজীবন শুরু করেন। পরে দেশবন্ধুর অনুপ্রেরণায় সরকারী চাকরি ত্যাগ করে স্বরাজ্য দলে যোগ দেন। অসহযোগ আন্দোলনে কারারুদ্ধ হন। গয়া কংগ্রেসের পর বর্মায় ‘রেঙ্গুন মেল’ পত্রিকার সম্পাদক হয়েছিলেন। রাজনৈতিক কারণে বহুবার কারাবরণ করেন। বাঙলার বহু অঞ্চলে শিক্ষা-প্রতিষ্ঠান স্থাপন করেন। হুগলী কংগ্রেসের বিশিষ্ট কর্মী ছিলেন।
পূর্ববর্তী:
« নৃপেন্দ্ৰকৃষ্ণ চট্টোপাধ্যায়
« নৃপেন্দ্ৰকৃষ্ণ চট্টোপাধ্যায়
পরবর্তী:
নৃপেন্দ্ৰনাথ বসু, এন,এন ভোস »
নৃপেন্দ্ৰনাথ বসু, এন,এন ভোস »
Leave a Reply