নৃপেন্দ্ৰকৃষ্ণ চট্টোপাধ্যায় (১৫-১-১৯০৫ – ১৯৬৪)। তিনি গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস, ধর্ম-প্ৰায় সব বিষয়েই লিখেছেন। বিশেষ করে শিশু সাহিত্যের ক্ষেত্রে তার দান স্মরণীয়। চলচ্চিত্ৰজগতে চিত্ৰনাট্যকার, কাহিনীকার, গীতিকার, চিত্রপরিচালক এবং অভিনেতারূপেও তিনি কাজ করেন। বেতার প্রতিষ্ঠানের বিদ্যার্থী মণ্ডল ও পল্লীমঙ্গল আসরের প্রতিষ্ঠাতা, দীর্ঘদিন গল্পদাদুর আসরের পরিচালক এবং ‘গল্পভারতী’ পত্রিকার প্ৰতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলী: ‘মহীয়সী মহিলা’, ‘সান ইয়াৎ সেন’, ‘শতাব্দীর সূৰ্য’, ‘মা’ (অনুবাদ), ‘সেক্সপীয়ারের কমেডী’, ‘সেক্সপীয়ারের ট্রাজেডী’, ‘নূতন যুগের নূতন মানুষ’, ‘কুলী’ (অনুবাদ), ‘দুটি পাতা একটি কুঁড়ি’ (অনুবাদ), ‘এইচ.জি. ওয়েলসের গল্প’ প্রভৃতি। তাঁর কৃত জয়দেব-রচিত ‘গীতগোবিন্দ’-এর গদ্যানুবাদও অত্যন্ত জনপ্রিয় ও উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« নৃপেন্দ্রনারায়ণ ভূপ
« নৃপেন্দ্রনারায়ণ ভূপ
পরবর্তী:
নৃপেন্দ্ৰচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
নৃপেন্দ্ৰচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply