নৃত্যগোপাল শেঠ (পৌষ ১২৬৩ – ১০-১২-১৩২০ ব) চন্দননগর-পালপাড়া–হুগলী। শম্ভুচন্দ্র। লৌহ ও ইস্পাত ব্যবসায়ী। স্বদেশী শিল্পকলা ও স্বদেশজাত শিল্পদ্রব্যের প্রতি বিশেষ অনুরাগী এবং অঙ্কন ও মাটির মূৰ্তি তৈরীতে সিদ্ধহস্ত ছিলেন। লৌহ ও লৌহজাত দ্রব্যের ব্যবসায়ে তাঁর কোম্পানী শম্ভুচন্দ্র অ্যান্ড সন্স এককালে শীর্ষস্থানীয় ছিল। চন্দননগরে শিক্ষার উন্নতিকল্পে তার আর্থিক সাহায্য উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« নৃত্যগোপাল রায়
« নৃত্যগোপাল রায়
পরবর্তী:
নৃপেন্দ্রচন্দ্র বসু বা নেপা বোস »
নৃপেন্দ্রচন্দ্র বসু বা নেপা বোস »
Leave a Reply