নৃত্যগোপাল রায় (১৯০৬ – ৯-৮-১৯৫৭) খেরপুর — ফরিদপুর। অবিনাশচন্দ্ৰ। স্বামী বিবেকানন্দের আদর্শে। উদ্বুদ্ধ হয়ে নিজ গ্রামে ১৯২২ খ্রী. ‘বিবেকানন্দ কর্মমন্দির’ প্ৰতিষ্ঠা করেন। নিজ অঞ্চলে বিখ্যাত কংগ্ৰেসকমী হিসাবে পরিচিত ছিলেন। ইংরেজী সাহিত্যে কলিকাতায় এম-এ পড়বার সময় ১৯৩০ খ্রী. মেছুয়াবাজার বোমার মামলায় জড়িত থাকায় বিনা বিচারে আটকাবন্দী থাকেন। তাঁর প্রতিষ্ঠিত বিবেকানন্দ কর্মমন্দিরকেও পুলিসের আদেশে বন্ধ করে দেওয়া হয়। ছাড়া পাবার পর তিনি সেটিকে পুনরুজ্জীবিত করেন এবং বিপ্লবী দলকে সংগঠিত করার কাজে লিপ্ত থাকেন। পরে বেঙ্গল ইনসুরেন্স কোং-এর পাটনা শাখার সেক্রেটারী হন।
পূর্ববর্তী:
« নৃত্যগোপাল কবিরত্ন
« নৃত্যগোপাল কবিরত্ন
পরবর্তী:
নৃত্যগোপাল শেঠ »
নৃত্যগোপাল শেঠ »
Leave a Reply