নুরুলউদ্দিন (? – ১৭৮৩)। রংপুর বিদ্রোহের অন্যতম নায়ক নুরুলউদ্দিন বিভিন্ন অঞ্চলের কৃষকগণ কর্তৃক ‘নবাব’ বলে ঘোষিত হন। দয়া শীল নামে এক প্ৰবীণ কৃষককে তার দেওয়ান নিযুক্ত করেন। তিনি এক ইজারাদার দেবী সিংহকে কর না দেবার আদেশ জারি করেন এবং বিদ্রোহের ব্যয় সন্ধুলানের জন্য ডিং খরচ নামে বিদ্রোহের চাদা ধাৰ্য করেন। তার নেতৃত্বে বিদ্রোহীরা দেবী সিংহ ও ইংরেজ শাসনের প্রধান ঘাঁটি মোগলহাট বন্দরের ওপর আক্রমণ করলে ঐ স্থামে ভীষণ যুদ্ধ হয়। এই যুদ্ধে তিনি গুরুতর আহত হয়ে শত্রুহস্তে বন্দী হন। অল্প কয়েকদিন পরেই তার মৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« নুরুল হুদা
« নুরুল হুদা
পরবর্তী:
নূতনচন্দ্ৰ সিংহ »
নূতনচন্দ্ৰ সিংহ »
Leave a Reply