নূতনচন্দ্ৰ সিংহ (? – ১৩-৪-১৯৭১) গহিরা (রাউজান থানা)–চট্টগ্রাম। যৌবনে জীবিকার সন্ধানে আকিয়াবে গিয়ে সাবান ও আয়ুৰ্বেদীয় ঔষধ প্ৰস্তুতের ব্যবসায় শুরু করেন। পরে বিহারের কুণ্ডুধাম তীর্থে গিয়ে কবচ ধারণ করে দেশে ফিরে কুণ্ডেশ্বরী বিগ্রহ ও কুণ্ডেশ্বরী ঔষধালয়’ স্থাপন করেন। ক্ৰমে সেটি বিরাট এক শিল্প-প্ৰতিষ্ঠানে পরিণত হয়। ‘কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির’, ‘কুন্ডেশ্বরী মহিলা বিদ্যালয়’, ‘কুন্ডেশ্বরী ভবন ডাকঘর’ প্রভৃতি স্থাপন করেন।
১৯৭১ খ্রী. মুক্তিসংগ্রামের কালে হানাদারদের আক্রমণে প্রতিরোধ ভেঙ্গে পড়লে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সহ ৪৪ জন অধ্যাপককে তার বাড়িতে আশ্রয় দিয়ে নিরাপদ স্থানে যাবার সুযোগ করে দেন। কিন্তু তিনি নিজে তার আবাস ছাড়েন নি। ১৩ এপ্রিল তার নিজের বাড়িতে পাক হানাদারদের গুলিতে প্ৰাণ হারান।
Leave a Reply