নীহারবালা (১৮৯৮ – ৭-৩-১৯৫৪)। ১৯১৮ খ্রী. রঙ্গালয়ে যোগ দেন। নৃত্যগীতে সুদক্ষ খ্যাতনামী অভিনেত্রী। ১৯২১ খ্রী. থেকে দীর্ঘদিন স্টার থিয়েটারে অভিনয় করেন। স্ত্রী-চরিত্র অভিনয়ে একদিকে নাট্যসম্রাজ্ঞী। তারাসুন্দরী ও অন্যদিকে লাস্যময়ী নীহারবালা একসময়ে স্টারের প্রধান আকর্ষণ ছিলেন। কৰ্ণাৰ্জন নাটকে ‘নিয়তি’র ভূমিকায় ও চিরকুমার সভায় ‘নীরবালা’র ভূমিকায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন। অন্যান্য উল্লেখযোগ্য ভূমিকা : ‘নাহের’ (বন্দিনী), ‘সুদত্তা’ (ঋষির মেয়ে), ‘রামী’, ‘চন্দনা’ (কারাগার), ‘আলেয়া’ ইত্যাদি। মিনার্ভা থিয়েটারে তিনি কয়েকটি বইতে সখীদের নৃত্য শেখান। ১৯৩১ খ্ৰী প্রতিষ্ঠিত নাট্য নিকেতনের (বর্তমান বিশ্বরূপা) সঙ্গেও যুক্ত হয়েছিলেন। অভিনয়-জগৎ থেকে অবসর গ্রহণ করে তিনি শ্ৰীঅরবিন্দের পণ্ডিচেরী আশ্রমে থাকতেন। পণ্ডিচেরীতে মৃত্যু।
পূর্ববর্তী:
« নীলাম্বর মুখোপাধ্যায়, সিআইই
« নীলাম্বর মুখোপাধ্যায়, সিআইই
পরবর্তী:
নীহাররঞ্জন গুপ্ত »
নীহাররঞ্জন গুপ্ত »
Leave a Reply