নীলাম্বর মুখোপাধ্যায়, সিআইই (৩-১২-১৮৪২ – ১৯২০) কুলিয়ারান ঘাট–যশোহর। দেবনাথ। কলিকাতা সংস্কৃত কলেজ ও প্রেসিডেন্সী কলেজে শিক্ষালাভ। ১৮৬৫ খ্ৰী. সংস্কৃত ভাষায় শীর্ষস্থান অধিকার করে এম-এ, এবং ১৮৬৬ খ্রী. বি-এল পাশ করে প্রথমে কলিকাতা হাইকোর্টে ও পরে পাঞ্জাব চীফ কোর্টে ওকালতি করেন। ১৮৬৯ খ্রী. কাশ্মীরের মহারাজা কর্তৃক প্রধান বিচারপতি ও অর্থসচিবের পদে প্রতিষ্ঠিত হন। তিনি কাশ্মীরে রেশমের কারখানা স্থাপন করেন। ১৮৮৬ খ্রী. চাকরি ছেড়ে কলিকাতায় আসেন। ১৮৯৬ খ্রী কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস-চেয়ারম্যান হয়ে বহুদিন এই পদে অধিষ্ঠিত ছিলেন।
পূর্ববর্তী:
« নীলাম্বর মুখোপাধ্যায়
« নীলাম্বর মুখোপাধ্যায়
পরবর্তী:
নীহারবালা »
নীহারবালা »
Leave a Reply