নীলরতন সরকার, স্যার (১-১০-১৮৬১ – ১৮-৫-১৯৪৩) নেতরা–চব্বিশ পরগনা। আদি নিবাস যশোহর। নন্দলাল। প্ৰখ্যাত চিকিৎসক। ১৮৭৬ খ্রী. জয়নগর থেকে এন্ট্রান্স এবং ক্যাম্বেল মেডিক্যাল স্কুল। থেকে ডাক্তারী পাশ করে সাব-অ্যাসিস্ট্যান্ট সার্জনের চাকরি পান। মেট্রোপলিটান কলেজ থেকে এফ.এ. ও বি.এ. পাশ করে কিছুদিন চাতরা হাই স্কুলে প্রধানশিক্ষকের কাজ করেন। ১৮৮৫ খ্রী. মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে ১৮৮৮ খ্রী. এম. বি. হন। ক্রমে এম.এ এবং এম. ডি. (১৮৯০) উপাধিও লাভ করেন। অল্পকাল মধ্যেই সুচিকিৎসকরূপে বিশেষ খ্যাতি লাভ করেন। ১৮৯৩ খ্রী. বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং ক্রমে ফ্যাকাল্টি অফ সায়েন্স ও ফ্যাকাল্টি অফ মেডিসিনের ভীন ও স্নাতকোত্তর কলা ও বিজ্ঞান শিক্ষা বিভাগের সভাপতি হন। ১৯১৬ খ্রী. রাধাগোবিন্দ কর ও সুরেশপ্রসাদ সর্বাধিকারীর সঙ্গে একযোগে বেসরকারী প্ৰতিষ্ঠান বেলগাছিয়া মেডিক্যাল কলেজ (বর্তমান আরজি:কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল) স্থাপন করেন। ১৯১৯ – ২১ খ্রী। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ছিলেন। ১৯২০ খ্রী. লন্ডনে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ববিদ্যালয় সম্মেলনে যোগদান করেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে যথাক্রমে ডিসিএল ও এলএলডি, সম্মানসূচক উপাধি প্ৰদান করে। যাদবপুর যক্ষ্মা-হাসপাতাল (বর্তমান কুমুদশঙ্কর রায় যক্ষ্মা হাসপাতাল) প্রতিষ্ঠায় তিনি সক্রিয় সহযোগিতা করেন। জাতীয় শিক্ষা পরিষদের সম্পাদকরূপে এদেশে বৃত্তিগত প্রশিক্ষণের চেষ্টা করেন। বেঙ্গল টেকনিক্যাল স্কুল, যাদবপুর ইঞ্জিনীয়ারিং কলেজ প্রভৃতি প্রতিষ্ঠান গঠনেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। নানাপ্রকার দেশী শিল্প গড়ে তোলার চেষ্টায় বহু আর্থিক ক্ষতিও স্বীকার করেন। এ বিষয়ে উল্লেখযোগ্য–ন্যাশনাল ট্যানারী। অধুনালুপ্ত ন্যাশনাল সোপ ফ্যাক্টরীরও প্রতিষ্ঠাতা ছিলেন। রাঙ্গামাটি চা কোম্পানী (পরবর্তী ঈস্টার্ণ টি কোং) গঠনে বহু অর্থ নিয়োগ করেন। ১৯০৮ খ্ৰী. ‘বুট অ্যান্ড ইকুইপমেন্ট’-এর ডিরেক্টর হয়েছিলেন। বসু বিজ্ঞান মন্দির, বিশ্বভারতী ও ভারতীয় যাদুঘরের ট্রাস্ট ছিলেন। ১৮৯০ খ্ৰী. জাতীয় কংগ্রেসে তার সক্রিয় ভূমিকা ছিল। ১৯১৯ খ্রী. মডারেটদের সঙ্গে কংগ্রেস ত্যাগ করেন। ১৯১২–২৭ খ্রী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। ক্যাম্বেল মেডিক্যাল স্কুল কলেজে রূপান্তরিত হয়ে তারই নামাঙ্কিত হয়। প্ৰখ্যাত শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ তার অনুজ।
পূর্ববর্তী:
« নীলরতন মুখোপাধ্যায়
« নীলরতন মুখোপাধ্যায়
পরবর্তী:
নীলরত্ন হালদার »
নীলরত্ন হালদার »
Leave a Reply