নীলমাধব রায়। চুর্ণী রঘুনাথপুর–নদীয়া। কবিরাজ তারিণীচরণ। আয়ুর্বেদবিশারদ খ্যাতনামা চিকিৎসক। কবিরাজ গঙ্গাধর সেনের কাছে তিনি আয়ুৰ্বেদশাস্ত্ৰ অধ্যয়ন করেন। কলিকাতার পাথুরিয়াঘাটা অঞ্চলে বাস করতেন। সে যুগে কলিকাতার নাগরিকদের মধ্যে ছড়া প্রচলিত ছিল—‘যতীন্দ্রমোহনের জুড়ী আর নীলু কবিরাজের বড়ী’। ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বৃটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ও জমিদার সভার অন্যতম কর্মকর্তা ছিলেন। সেকালে তার গ দানশীলতারও যথেষ্ট খ্যাতি ছিল। বহরমপুরে তার প্রভারঞ্জন মুদ্রালয়ে তিনি বহু মূল্যবান গ্ৰন্থ প্রকাশ করেন। স্বাধীনতা-সংগ্ৰামী, রাজনৈতিক কবিরাজরূপে পরিচিত অনাথনাথ (১৮৮৮–১৯৭০) তার পুত্র।
পূর্ববর্তী:
« নীলমাধব চক্রবর্তী
« নীলমাধব চক্রবর্তী
পরবর্তী:
নীলরতন মুখোপাধ্যায় »
নীলরতন মুখোপাধ্যায় »
Leave a Reply