নীলমণি মিত্র (১৮২৮ – ২-৮-১৮৯৪) কলিকাতা। সুখময়। কাশীশ্বর মিত্রের বংশধর। তিনি লণ্ডন মিশনারী স্কুলে ও ডাফ সাহেবের কলেজে এবং রুড়কি ইঞ্জিনীয়ারীং কলেজে প্ৰথম বাঙ্গালী ছাত্র হিসাবে অধ্যয়ন করেন। প্ৰথমে গাঙ্গেয় ক্যানেল বিভাগে কাজ শুরু। পরে কলিকাতা প্রেসিডেন্সী বিভাগের সহকারী আর্কিটেক্ট ও ১৮৫৮ খ্রী. সহকারী ইঞ্জিনীয়ার হন। কিন্তু এখানে মতানৈক্য হওয়ায় চাকরি ছেড়ে স্বাধীনভাবে কাজ করতে আরম্ভ করেন। বিনা পারিশ্রমিকে তিনি কলিকাতার সাধারণ ব্ৰাহ্ম সমাজের এবং বিদ্যাসাগর কলেজের বাড়ি প্রভৃতি তৈরি করেন। ডাঃ মহেন্দ্রলাল সরকারের বিজ্ঞান কলেজের বাড়ি শুধু বিনা পারিশ্রমিকেই করেন নি, কলেজের জন্য এক হাজার টাকা চান্দাও দিয়েছিলেন। পাইকপাড়ার রাজাদের বাড়ি ও বাগান, যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ ও এমারেন্ড বাওয়ার উদ্যান এবং আরও অনেক বড় বড় বাড়ি তারই পরিকল্পনায় ও তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। বিজ্ঞান সভার অন্যতম প্রতিষ্ঠাতা। একটি করদাতা সমিতি প্ৰতিষ্ঠা করেছিলেন।
পূর্ববর্তী:
« নীলমণি বসাক
« নীলমণি বসাক
পরবর্তী:
নীলমণি শাস্ত্রসাগর »
নীলমণি শাস্ত্রসাগর »
Leave a Reply