নীলমণি বসাক (আনুমানিক ১৮০৮ – ৬-৮-১৮৬৪) কলিকাতা। রাজচন্দ্র। তন্তুবায়-বংশীয়, হেয়ার সাহেবের প্রিয়পাত্ৰ নীলমণি প্ৰথমে হুগলী কোর্টে একটি কেরানীর চাকরি দিয়ে শুরু করে ক্ৰমে বর্ধমানের কমিশনারের পার্সেনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছিলেন। সাহিত্যানুরাগী ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘পারস্য ইতিহাস’ (পদ্যে), ‘আরব্য উপন্যাস’ (১-৩ খণ্ড), ‘নরনারী’ (১৮৫২), ‘বত্রিশ সিংহাসন’, ‘রাজস্ব সম্পর্কীয় নিয়ম’, ‘পারস্য উপন্যাস’, ‘ভারতবর্ষের ইতিহাস’, ‘ইতিহাস-সার’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« নীলমণি পাটনী
« নীলমণি পাটনী
পরবর্তী:
নীলমণি মিত্র »
নীলমণি মিত্র »
Leave a Reply