নীলমণি ন্যায়ালঙ্কার, মহামহোপাধ্যায়, সিআইই, (৮-১২-১৮৪০ – ২৬-৫-১৯০৮) আদি নিবাস মাহিনগর — চব্বিশ পরগনা। গুরুদাস মুখোপাধ্যায়। পিতামহ কাশীনাথ সার্বভৌম মাহিনগর ছেড়ে কলিকাতার নিকটবতী ঢাকুরিয়ায় বাসস্থান নির্মাণ করেন। সংস্কৃত কলেজ থেকে ১৮৬২ খ্রী. প্ৰবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৬৭ খ্ৰী. এম.এ. পরীক্ষায় সুবর্ণপদক লাভ করেন এবং সংস্কৃত ও ইংরেজী উভয় ভাষায় পারদর্শিতার জন্য কলেজ কর্তৃপক্ষ কর্তৃক ‘ন্যায়ালঙ্কার উপাধিতে ভূষিত হন। তারপর আইন পাশ করেন। কর্মজীবন শুরু চব্বিশ পরগনার স্কুলসমূহের ডেপুটি ইনস্পেক্টর হিসাবে। পরে বিভিন্ন সরকারী পদে নিযুক্ত হয়ে যোগ্যতার পরিচয় দেন। ১৮৭৩–১৮৯৫ খ্রী. প্রেসিডেন্সী কলেজের অধ্যাপক এবং ১৮৯৫–১৯০০ খ্রী. সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। তারই উদ্যোগে সংস্কৃত কলেজের নূতন ও পুরাতন ছাত্রদের নিয়ে সম্মেলন-সভা অনুষ্ঠিত হয়েছিল। রাজনীতিক্ষেত্রে Age of Consent Bill-এর সময় হিন্দু শাস্ত্রানুমোদিত ব্যবস্থাদির ইংরেজী অনুবাদ করে তার আবশ্যকতা প্ৰতিপন্ন করেন। ১৮৮০ খ্রী. তিনি একটি স্বাস্থ্যনিবাস স্থাপন করেন। প্লেগ মহামারীর সময় (১৮৯৮) Vigilance Committee-র সহকারী সভাপতি নিযুক্ত হন। তিনি একাধারে কবি, সাহিত্যিক, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক ছিলেন। সংস্কৃত ও বাংলা ভাষায় অনেক পুস্তক রচনা করেছেন। এশিয়াটিক সোসাইটি থেকে তিনি ‘কূৰ্মপুরাণে’র একটি সংস্করণ সম্পাদনা করেন। ১৮৯৮ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন।
পূর্ববর্তী:
« নীলমণি দাস, দেওয়ান
« নীলমণি দাস, দেওয়ান
পরবর্তী:
নীলমণি পাটনী »
নীলমণি পাটনী »
Leave a Reply