নীলমণি দাস, দেওয়ান (১৮৩৭ – ১৮৭৯) জিনোদপুর–ত্রিপুরা। সিনিয়র পরীক্ষা পাশ করে প্ৰথমে ত্রিপুরা কলেক্টরীতে নাজীর হয়ে ঢুকে ক্রমে ডেপুটি ম্যাজিষ্ট্রেট এবং ১৮৭৩ খ্রী. ত্রিপুরার মহারাজ বীরচন্দ্রের মন্ত্রিপদ লাভ করেন। তার চেষ্টায় ত্রিপুরা রাজ্যের প্রশাসনে নানা সংস্কার সাধিত হয়, যথা আবগারী বিভাগ স্থাপন, স্ট্যাম্প ব্যবহার, দলিল রেজেস্ট্রির নিয়ম প্রবর্তন, আইনের সংশোধন ও তোমাদি আইন প্রবর্তন। তিনিই প্রথম ত্রিপুরা রাজ্যে উকিলদের পরীক্ষা প্রচলিত করেন। ১৮৭৬ খ্রী. সর্বপ্রথম ঐ রাজ্যে এক নরহত্যাকারীকে তিনি ফাঁসির দণ্ডাজ্ঞা দিয়েছিলেন। ঐ সময়েই এক চক্রান্তে তার মন্ত্রিপদ নাকচ হয়ে যায়।
পূর্ববর্তী:
« নীলমণি ঠাকুর, চক্রবর্তী
« নীলমণি ঠাকুর, চক্রবর্তী
Leave a Reply