নীলমণি ঠাকুর, চক্রবর্তী (১১৫১? — ১২২১? ব-) কলিকাতা। কবিয়াল এবং কবিদলের পরিচালক। তিনি ছাড়া কৃষ্ণমোহন ভট্টাচার্য, হরু ঠাকুর প্রভৃতিও তাঁর দলের জন্য গান রচনা করতেন। ভোলা ময়রা, রাম বসু প্রমুখ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তার মৃত্যুর পর কণিষ্ঠ ভ্ৰাতা রামপ্রসাদ কবিদল পরিচালনা করে সুনাম অক্ষুন্ন রাখেন।
পূর্ববর্তী:
« নীলমণি ঠাকুর
« নীলমণি ঠাকুর
পরবর্তী:
নীলমণি দাস, দেওয়ান »
নীলমণি দাস, দেওয়ান »
Leave a Reply