নীলমণি ঠাকুর (? – ১৭৯১) গোবিন্দপুর-কলিকাতা। জয়রাম। বংশগত উপাধি–কুশারী। আদিনিবাস যশোহরের বারোপাড়া। কোম্পানীর কাজ করে তার পিতামহ ও পিতা যথেষ্ট ধনশালী হয়েছিলেন। ১৭৬৫ খ্রী. নীলমণি কোম্পানীর দেওয়ানী কাজে নিযুক্ত হয়ে রাজস্ব আদায়ের নতুন বন্দোবস্ত করায় উড়িষ্যায় কালেক্টরের সেরেস্তাদারের পদ পান। এ কাজে তাঁর প্রচুর ধনাগম হয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পত্তন তিনিই করেন (জুন ১৭৮৪)। রবীন্দ্রনাথ এই বংশের সন্তান।
পূর্ববর্তী:
« নীলমণি চক্রবর্তী
« নীলমণি চক্রবর্তী
পরবর্তী:
নীলমণি ঠাকুর, চক্রবর্তী »
নীলমণি ঠাকুর, চক্রবর্তী »
Leave a Reply