নীলকমল মুস্তোফী। নদীয়া জেলার জজের সেরেস্তাদার ছিলেন। ১৮৩৮ খ্রী। তিনি রাজকাৰ্যে ব্যবহৃত ফারসী শব্দের একখানি বৃহৎ বাংলা অভিধান প্ৰণয়ন করেন। এই গ্রন্থে ২৮০০ ফারসী শব্দের বাংলা অর্থ সন্নিবেশিত হয়েছে।
পূর্ববর্তী:
« নীলকমল মিত্র
« নীলকমল মিত্র
পরবর্তী:
নীলমণি চক্রবর্তী »
নীলমণি চক্রবর্তী »
Leave a Reply