নীলকমল মিত্র। বন্দীপুর-হুগলী। এলাহাবাদের বিখ্যাত ব্যবসায়ী। উত্তরপ্রদেশের প্রায় সমস্ত শহরেই তার ব্যবসায় বিস্তৃত ছিল। তিনি ঐ প্রদেশের স্কুল-কলেজ-প্রবর্তকদের অন্যতম এবং উত্তর-পশ্চিম প্ৰদেশ ও অযোধ্যা প্রদেশের মিওর সেন্ট্রাল কলেজ প্ৰতিষ্ঠার অন্যতম প্ৰধান উদ্যোক্তা। তার এবং প্যারীমোহন বন্দোপাধ্যায়ের মিলিত চেষ্টায় উক্ত প্রদেশে প্ৰথম ইংরেজী পত্রিকা ‘দি রিফ্লেক্টর’ প্রকাশিত হয়।
পূর্ববর্তী:
« নীলকমল দাস
« নীলকমল দাস
পরবর্তী:
নীলকমল মুস্তোফী »
নীলকমল মুস্তোফী »
Leave a Reply