নীলকণ্ঠ মুখোপাধ্যায় (১৮৪১–১৯১২) ধওবানী বা ধবনী–বর্ধমান। গ্রামের পাঠশালায় কিছুদিন অধ্যয়নের পর সঙ্গীতগ্ৰীতির জন্য বলেই গোবিন্দ অধিকারীর দলে যোগ দেন। পরে নিজ প্রচেষ্টায় সংস্কৃতে জ্ঞান অর্জন করেছিলেন। গোবিন্দ অধিকারীর মৃত্যুর (১২৭২ ব) পর দলের অধিকারী হন এবং এখানেই তার কবিত্বশক্তির স্ফারণ হয়। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় তার কৃষ্ণযাত্রার বিশেষ খ্যাতি ছিল। কৃষ্ণযাত্রায় দূতীর ভূমিকায় অভিনয় ও গানে যশস্বী হন। দাশরথি রায়ের ভাবিশিষ্য ছিলেন। ভক্তি-উচ্ছসিত পাচালী-গান তার রচিত কৃষ্ণযাত্রায় শোনা যেত। তার রচিত ‘তপন তনয় ভব হর বব বম বাম পদটি অকার ভিন্ন অন্য স্বরবর্ণ, যুক্তাক্ষর বা চন্দ্ৰবিন্দু-বর্জিত। নবদ্বীপের পণ্ডিতমণ্ডলী তাকে ‘গীতিরত্ন’ উপাধি প্ৰদান করেছিলেন। শেষ-বয়সে হেতমপুরের রাজা রামচন্দ্র চক্রবর্তীর কাছে থাকতেন।
পূর্ববর্তী:
« নীলকণ্ঠ মজুমদার
« নীলকণ্ঠ মজুমদার
পরবর্তী:
নীলকন্ঠ দত্ত »
নীলকন্ঠ দত্ত »
Leave a Reply