নীরেন্দ্রনাথ দাশগুপ্ত (১৮৯২ – ৩-১২-১৯১৫) খেয়ারডাঙ্গা-ফরিদপুর। ললিতমোহন। ১৯১৩ খ্রী. ফরিদপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন। জেল থেকে মুক্তি পেয়ে ১৯১৫ খ্রী. গোয়েন্দা অফিসার নীরদ হালদারকে গুলি করে হত্যা করেন। উড়িষ্যার উপকূলে জার্মান জাহাজ ম্যাভেরিক থেকে বিপ্লবীদের জন্য অস্ত্রশস্ত্ৰ-সংগ্রহের কাজে এবং বাঘা যতীনের নেতৃত্বে বুড়িবালামের যুদ্ধে অংশগ্ৰহণ করেন। এই যুদ্ধে আহত হয়ে ৯৭৯-১৯১৫ খ্রী. বন্দী হন এবং বালেশ্বর জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« নীরেন লাহিড়ী
« নীরেন লাহিড়ী
পরবর্তী:
নীরেন্দ্রমোহন মুখোপাধ্যায় »
নীরেন্দ্রমোহন মুখোপাধ্যায় »
Tushar Kanti Sannigrahi
Thank you so much for proper information. Tushar Kanti Sannigrahi. সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। তুষারকান্তি ষন্নিগ্রহী, মদনবাগ, সিমলাপাল, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত,পিন। ৭২২১৫১