নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী (১৭-৭-১৯০০ – ১৪-৯-১৯৪০) কালীপুর-ময়মনসিংহ। জমিদার প্ৰমদাকান্ত। খ্যাতনামা সেতার-বাদক। অগ্ৰজ জ্ঞানদাকান্তের কাছে সঙ্গীত-শিক্ষা শুরু। পরে ওস্তাদ এনায়েৎ খা-র শিষ্যত্ব গ্ৰহণ করে সেতার বাজনা শেখেন। ইমদাদখানী ভঙ্গির বিশিষ্ট ধারক ও বাহক হিসাবে ভারতীয় সঙ্গীত-সমাজে পরিচিত ছিলেন। ১৯৩৯ খ্রী. এলাহাবাদে অনুষ্ঠিত নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে তার সেতারবাদন উচ্চপ্ৰশংসিত হয়। কলিকাতা বেতারে নিয়মিত শিল্পী ছিলেন।
পূর্ববর্তী:
« নীরদরঞ্জন দাশগুপ্ত
« নীরদরঞ্জন দাশগুপ্ত
পরবর্তী:
নীরদাসুন্দরী »
নীরদাসুন্দরী »
Leave a Reply