নীরদমোহিনী দেবী (২৪-২-১৮৬৪ – ২-১১-১৯৫৪) বর্ধমান। প্যারীচাঁদ মিত্র। স্বামী বঙ্গবাসী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গিরিশচন্দ্ৰ বসু। বিবাহের পর অধ্যাপক স্বামীর কর্মস্থল কটকে এসে ইংরেজী শিখতে থাকেন। অল্পবয়সেই তাঁর কবিতা ‘বামাবোধিনী’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরে কিছু কবিতা সঙ্কলিত হয়ে ‘পারিজাত’ ও ‘ছায়া’ নামে গ্ৰন্থাকারে প্রকাশিত হয়। ‘প্রবাহ’ তার রচিত কাব্যগ্রন্থ। নারীর মুক্তি, দেশের স্বাধীনতা এবং প্রকৃতি তাঁর কবিতার প্রধান উপজীব্য ছিল। টেনিসনের অনেকগুলি আখ্যায়িকা-কাব্যও তিনি বাংলা পদ্যে অনুবাদ করেন। তার ব্যক্তিগত সংগ্রহের পুস্তকাগারে বহু দুর্লভ গ্রন্থ রক্ষিত আছে।
পূর্ববর্তী:
« নীরদবন্ধু ভট্টাচাৰ্য
« নীরদবন্ধু ভট্টাচাৰ্য
পরবর্তী:
নীরদরঞ্জন দাশগুপ্ত »
নীরদরঞ্জন দাশগুপ্ত »
Leave a Reply