নীরদ মজুমদার (মে ১৯১৬ – ২৬-৯-১৯৮২) টাকী-চব্বিশ পরগনা। প্ৰফুল্লকুমার। বিশিষ্ট চিত্ৰশিল্পী। তন্ত্র আর্টের পুনর্জাগরণ ঘটেছে তার চিত্রকলায়। ইউরোপীয় ছবির আঙ্গিকে ভারতীয় শৈলীর অপূর্ব সংমিশ্রণ করে তিনি নিজস্ব এক আঙ্গিক সৃষ্টি করেছেন। এক সময়ে অবনীন্দ্রনাথের শিষ্য, ক্যালকাটা গুপের অন্যতম প্রতিষ্ঠাতা এই শিল্পী। ১৯৪৬ খ্ৰী. ফরাসী বৃত্তি নিয়ে প্যারিসে যান। ১৯৪৯ খ্রী. গালরী বারবিজ-এ তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৯৫১ খ্রী. সামান্য চাকরি নিয়ে লন্ডনে যান। এখানেই গবেষণার পর স্বকীয় পথটি খুঁজে নেন। কিউবিজম-এর পথ ছেড়ে ভারতীয় উচ্চতর দর্শন, বেদ এবং উপনিষদের পবিত্ৰ বাক্যের চিত্ররূপায়ণে তিনি আত্মনিয়োগ করেন। ১৯৫৫ খ্রী আবার প্যারিস ফিরে যান। ১৯৫৭ খ্রী. ভারতীয় মন্ত্র তন্ত্র শাস্ত্রোক্ত ব্যাপারগুলি, কালী, দুৰ্গা, মঙ্গল কাব্যের চরিত্র, মহাকাব্যের গরুড় প্রভৃতি তাঁর চিত্রকলায় বিষয়বস্তু হয়ে উঠল। তাঁর চিত্ৰকল্প কেবল একটি রচনায় সম্পূর্ণ নয়, সব সময় গুটি কয়েক ক্যানভাস মিলে একেকটি বিষয়ের উপস্থাপনা হয়েছে। ঐরকম সিরিজ ‘ইমাজএক্লোজ’, ‘উইং অব নো এন্ড’, ‘ষোড়শী কলা’, ‘নিত্যকলা ষড়চক্ৰ’, ‘বৈতরণী’ প্রভৃতি। কলিকাতায় ফিরে অর্থোপার্জনের জন্য ‘চিত্রভাষা’ নামে ছবি আঁকা শেখোনর স্কুল চালিয়েছেন কিছুদিন। সাহিত্যচর্চাও করতেন। রচিত গ্ৰন্থ: ‘পুনশ্চ প্যারী’। সাহিত্যিক-শিল্পী কমল মজুমদার ও শিল্পী শানু লাহিড়ী তাঁর সহোদর ও সহোদরা।
পূর্ববর্তী:
« নীরদ চক্রবর্তী
« নীরদ চক্রবর্তী
পরবর্তী:
নীরদকুমার গুপ্ত »
নীরদকুমার গুপ্ত »
Leave a Reply