নীরদবন্ধু ভট্টাচাৰ্য (১৮৮৯ – ২৮-২-১৯২৮) বিটঘর-ত্রিপুরা। ঔষধ-ব্যবসায়ী মহেশচন্দ্ৰ ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র। কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবি, পাশ করে ‘ব্যাকট্রোক্লিনিক্যাল ল্যাবরেটরী’ নামে একটি ঔষধ প্ৰস্তুতের কারখানা প্রতিষ্ঠা করেন। ‘বেঙ্গল হেলথ অ্যাসোসিয়েশন’-এর কার্যাধ্যক্ষ হিসাবে অক্লান্তভাবে ম্যালেরিয়া, কলেরা ও কালাজ্বরের প্রতিরোধকল্পে চেষ্টা করেন। ১৯২৩ খ্রী. তার স্থাপিত দুটি চিকিৎসাকেন্দ্ৰে বিনামূল্যে দরিদ্র কালাজ্বরের রোগীদের চিকিৎসা করতেন। লন্ডনের রস ইনস্টিটিউটে গবেষণা করেন।
পূর্ববর্তী:
« নীরদকুমার গুপ্ত
« নীরদকুমার গুপ্ত
পরবর্তী:
নীরদমোহিনী দেবী »
নীরদমোহিনী দেবী »
Leave a Reply