নীরদ চক্রবর্তী (২৬-১০-১৯০০ – ২০-১১-১৯৮৩) বাজিতপুর-ময়মনসিংহ। প্রখ্যাত ট্রেড ইউনিয়ন নেতা। অল্প বয়সেই স্বাধীনতা সংগ্রামে ও বিপ্লববাদী আন্দোলনে অংশ নেন। ১৯২১ এবং ১৯২৯ খ্রী. সাধারণ ধর্মঘটের সময় তৎকালীন। বেঙ্গল জুটি ওয়ার্কার্স ইউনিয়নের সহকারী সম্পাদক হিসাবে কাজ করেন। কলিকাতায় বুক কোম্পানীতে কাজ করার সময় ১৯২৮ খ্রী. ‘ইয়ং কমরেডস লীগ গঠনে উদ্যোগ নেন। ১৯৩৮ খ্রী. কম্যুনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৪ বছর কারাগারে কাটে। জীবনের শেষ দিন পর্যন্ত ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে বিপিটিইউসি, ও পরে সিআইটিইউ–পশ্চিমবঙ্গ কমিটির কোষাধ্যক্ষ হিসাবে কাজ করেন। বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের বিশেষ উপদেষ্টা ছিলেন।
পূর্ববর্তী:
« নীতীশচন্দ্র লাহিড়ী
« নীতীশচন্দ্র লাহিড়ী
পরবর্তী:
নীরদ মজুমদার »
নীরদ মজুমদার »
Leave a Reply