নীতীশ মুখোপাধ্যায় (১৯১৫? – জুন, ১৯৬৫) কলিকাতা। ভুজেন্দ্ৰ। ১৯৩৯ খ্রী. ‘পরশমণি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রথম আত্মপ্ৰকাশ করেন। প্ৰায় ৭০ টি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে ‘কবি’, ‘রত্নদীপ’, ‘সাহেব বিবি গোলাম’, ‘সাগরিকা’, ‘সোনার কাঠি, ‘দুৰ্গেশনন্দিনী’, ‘কপালকুণ্ডলা’ প্রভৃতি ছবিগুলি উল্লেখযোগ্য। মঞ্চ ও যাত্ৰাভিনয়ও করেছেন। শিশিরকুমার ভাদুড়ীর দলের সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তী কালে ‘দুঃখীর ইমান’, ‘উল্কা’, ‘আরোগা নিকেতন’, ‘অনর্থ’ প্রভৃতি নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
পূর্ববর্তী:
« নীতীন বসু
« নীতীন বসু
পরবর্তী:
নীতীশচন্দ্র লাহিড়ী »
নীতীশচন্দ্র লাহিড়ী »
Leave a Reply