নীতীশচন্দ্র লাহিড়ী (১২৯৮ – ৫-৪-১৩৭১ ব) ইংরেজী ভাষা ও সাহিত্যে এম-এ, এবং আইন পরীক্ষায়। সসম্মানে উত্তীর্ণ হন। ১৯২৬ খ্রী. রোটারী আন্দোলনে যোগ দেন। ১৯৪৪–৪৫ খ্রী. এবং ১৯৬২–৬৩ খ্রী. যথাক্রমে কলিকাতার এবং আন্তর্জাতিক রোটারী ক্লাবের সভাপতি নির্বাচিত হন। বেদান্ত ও উপনিষদ বিষয়ে পাণ্ডিত্য ছিল। ফ্রান্স, চিলি ও আরব রাষ্ট্র তাকে ‘অর্ডার অফ মেরিট, ক্যালিফোনিয়া কলেজ ও টেক্সাস বিশ্ববিদ্যালয় ‘ডক্টরেট এবং ভারত সরকার ‘পদ্মভূষণ’ উপাধি দ্বারা ভূষিত করেন।
পূর্ববর্তী:
« নীতীশ মুখোপাধ্যায়
« নীতীশ মুখোপাধ্যায়
পরবর্তী:
নীরদ চক্রবর্তী »
নীরদ চক্রবর্তী »
Leave a Reply