নিস্তারিণী দেবী। পূর্বনিবাস পুঁটিয়া-রাজশাহী। পিতা-কেশবদেব সান্যাল পশ্চিমাঞ্চলে একজন শিক্ষিত ব্যক্তি বলে পরিচিত ছিলেন। উত্তর-পশ্চিম প্রদেশে বাংলা ভাষা শেখার অসুবিধা থাকলেও তিনি পিতার কাছে উত্তমরূপে শিক্ষালাভ করেন। উমেশচন্দ্ৰ দত্তের যত্নে ও উৎসাহে তার রচিত কাব্যগ্রন্থ ‘মনোজবা (১৯০৪) এক সময়ে সাহিত্য-সমাজে সমাদৃত হয়েছিল এবং অনেকে তার সমালোচনাও করেছিলেন।
পূর্ববর্তী:
« নিশিকান্ত রায়চৌধুরী
« নিশিকান্ত রায়চৌধুরী
পরবর্তী:
নিয়াজ মোরশেদ »
নিয়াজ মোরশেদ »
Leave a Reply