নিশিকান্ত বসু (১৮৭৩ – ২৭-৭-১৯৩৯) হবিবপুর-বরিশাল। চিকিৎসক ছিলেন। পরে অশ্বিনীকুমারের সহকর্মিরূপে বরিশালে স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে বিখ্যাত হন। ‘স্বদেশী বান্ধব সমিতি’র প্রথম সম্পাদক, ‘উন্নতি বিধায়িনী সমিতি’র প্রতিষ্ঠাতা ও ‘বঙ্গীয় হিতসাধন মণ্ডলী’র প্রধান কর্মী এবং সহ-সম্পাদক ছিলেন। পল্লীগ্রামে স্ত্রীশিক্ষা-বিস্তারে বঙ্গীয় হিতসাধন মণ্ডলীর মহিলা বিদ্যাভবন তারই চেষ্টায়। প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ঢাকায় বিধবা আশ্রম প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং প্রথম সংগঠনকারী।
পূর্ববর্তী:
« নিশিকান্ত চট্টোপাধ্যায়
« নিশিকান্ত চট্টোপাধ্যায়
পরবর্তী:
নিশিকান্ত রায়চৌধুরী »
নিশিকান্ত রায়চৌধুরী »
Leave a Reply