নিশিকান্ত চট্টোপাধ্যায় (জুলাই ১৮৫২ – ২৫-২-১৯১০) পশ্চিমপাড়া-ঢাকা। কাশীকান্ত। তিনি ১৮৭৩ খ্রী. থেকে ১৮৮৩ খ্রী. পর্যন্ত ইউরোপে থাকাকালে লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে জার্মান, সংস্কৃত, ভাষাতত্ত্ব, ইতিহাস, ন্যায় ও দর্শনশাস্ত্ৰাদি অধ্যয়ন করেন এবং পরে জুরিক বিশ্ববিদ্যালয় থেকে ‘The Jatras or the Popular Dramas of Bengal’ থিসিসের জন্য পি-এইচ-ডি উপাধি পান। ইউরোপে তিনিই ভারতীয়দের মধ্যে প্রথম পি-এইচডি,। রুশদেশে সেন্ট পিটার্সবুর্গ বিশ্ববিদ্যালয়ে দু’বছর ভারতীয় ভাষাসমূহের অধ্যাপক ছিলেন। অধ্যাপনা-কর্মেও তিনি ইউরোপে প্ৰথম ভারতীয়। ১৮৮৩ খ্রী. স্বদেশে ফেরেন। তার জীবনের অধিকাংশ সময় হায়দ্রাবাদে কাটে। হায়দ্রাবাদ, মজঃফরপুর ও মহীশূর কলেজসমূহে অধ্যক্ষ ও অধ্যাপকের কর্মে নিযুক্ত ছিলেন। জার্মান ও ইংরেজী ভাষায় রচিত তার পুস্তকাবলী বিশেষ আদৃত হয়েছে। বিদেশ-যাত্রার পূর্বে ঢাকায় ‘বাল্য-বিবাহ-নিবারণী সভা’ স্থাপন ও ‘অবলা বান্ধব’ পত্রিকায় প্ৰবন্ধাবলী রচনার মাধ্যমে সমাজ-সংস্কারকের ভূমিকা গ্ৰহণ করেন। তার রচিত নারীজাতির হীনাবস্থা-বিষয়ক একটি ও বাল্যবিবাহ-বিষয়ক একটি গান পূর্ববঙ্গের শিক্ষিত সমাজে এককালে খুব গীত হত। তিনি নিজেও সুগায়ক ছিলেন। শেষ-জীবনে ইসলামধর্ম গ্ৰহণ করে অশেষ দুঃখের মধ্যে দিন কাটান।
পূর্ববর্তী:
« নিশিকান্ত গঙ্গোপাধ্যায়
« নিশিকান্ত গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
নিশিকান্ত বসু »
নিশিকান্ত বসু »
Leave a Reply