নিশিকান্ত গঙ্গোপাধ্যায় (১৮৮৫ – ২১-১২-১৯৭৮) মানপাশা-বরিশাল। দীনবন্ধু। গৈলায় বোনের বাড়িতে থেকে লেখাপড়া করেন। প্রথম মহাযুদ্ধের সময় বরিশাল শঙ্কর মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর নিকট রাজনৈতিক দীক্ষা গ্ৰহণ করেন। স্বামীজীর মৃত্যুর পর ১৯২১ খ্রী. তিনি উক্ত মঠের অধ্যক্ষ হন এবং অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯৩০ খ্রী. বরিশাল জেলা কংগ্রেসের সভাপতি রজনী চট্টোপাধ্যায়ের অনুরোধে বরিশালের সত্যাগ্রহ পরিচালনার সর্বাধিনায়ক মনোনীত হন। বৈপ্লবিক আন্দোলনে যুক্ত থাকার জন্য দীর্ঘ ৭ বছর বক্সা, দেউলী প্রভৃতি বন্দীনিবাসে অবরুদ্ধ থাকেন। ঐ সময়ে তিনি হোমিওপ্যাথি পুস্তক পড়ে ডাক্তারি শেখেন এবং মুক্ত হবার পর হোমিওপ্যাথি চিকিৎসা করে জনপ্রিয় হন। অকৃতদার ছিলেন। ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়া আন্দোলনে পুনরায় ধৃত হয়ে ৩ বছর কারারুদ্ধ ছিলেন।
পূর্ববর্তী:
« নির্মলেন্দু লাহিড়ী
« নির্মলেন্দু লাহিড়ী
পরবর্তী:
নিশিকান্ত চট্টোপাধ্যায় »
নিশিকান্ত চট্টোপাধ্যায় »
Leave a Reply