নির্মলেন্দু লাহিড়ী (২১-২-১৮৯১ – ২৮-২-১৯৫০) দিনাজপুর। নিকুঞ্জমোহন। রামতনু লাহিড়ীর বংশধর ও কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ভাগিনেয়। অপেশাদার অভিনেতারূপে ওল্ড ক্লাবে বহু বিখ্যাত শিল্পীর সঙ্গে অভিনয় করেন। পেশাদার অভিনেতারূপে ম্যাডান থিয়েটারে যোগ দেন ও ১৯২২ খ্রী. ক্ষীরোদপ্ৰসাদের ‘প্রতাপাদিত্য নাটকের নামভূমিকায় প্রথম অভিনয় করেন। ১৯২৪ খ্ৰী’, ‘পাপের পরিণাম’ নামক নির্বাক চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অংশ নেন। এরপর নিউ মনোমোহন থিয়েটার’ নামে নিজস্ব ভ্ৰাম্যমাণ দল নিয়ে মফঃস্বলে ও রেঙ্গুনে অভিনয় করেন। ১৩৩৮ ব. সারস্বত-মহামন্ডল কর্তৃক ‘বাণীবিনোদ’ উপাধিতে ভূষিত হন। ১৫ জানুয়ারী ১৯৫০ খ্রী. ‘এই স্বাধীনতা’ নাটকে শেষ অভিনয় করেন। বঙ্গে বর্গী নাটকে ভাস্কর পণ্ডিত, ‘গৈরিক পতাকা’য় শিবাজী ও ‘সিরাজদ্দৌলা’য় সিরাজ এবং কণ্ঠহার। ছবিতে মধু চাকরের ভূমিকায় তাঁর অভিনয় বিশেষ উল্লেখযোগ্য। সঙ্গীতেও তার অধিকার ছিল।
পূর্ববর্তী:
« নির্মলেন্দু চৌধুরী
« নির্মলেন্দু চৌধুরী
পরবর্তী:
নিশিকান্ত গঙ্গোপাধ্যায় »
নিশিকান্ত গঙ্গোপাধ্যায় »
Leave a Reply