নির্মলা মা (? – ২০-৭-১৯৭১) সিংহপারা-ঢাকা। স্বামী—হেমচন্দ্ৰ মুখোপাধ্যায়। ২০ বছর বয়সে স্বামীর সঙ্গে (সাধু হেমভাই)। আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্ৰীশ্ৰী অন্নদাঠাকুরের কাছে আত্মসৰ্পণ করে তার স্ত্রী মণিকুন্তলা দেবীর শিষ্যত্ব গ্রহণ করেন। কিছুদিন আড়িয়াদহ বালিকা। বিদ্যালয়ে শিক্ষিকার কাজ করেছেন। তিনি পূর্ববঙ্গ ও আসামের বিভিন্ন স্থানে এবং বিহারের জামশেদপুরে অন্নদাঠাকুরের আদেশবাণী প্রচার করেন।
পূর্ববর্তী:
« নির্মলশিব বন্দ্যোপাধ্যায়, রায়বাহাদুর
« নির্মলশিব বন্দ্যোপাধ্যায়, রায়বাহাদুর
পরবর্তী:
নির্মলানন্দ স্বামী »
নির্মলানন্দ স্বামী »
Leave a Reply