নির্মলশিব বন্দ্যোপাধ্যায়, রায়বাহাদুর (২২-৬-১২৯১ – ১৭-৫-১৩৫১ বঙ্গ) রানীগঞ্জ-বর্ধমান। যাদবলাল। জমিদার পরিবারে জন্ম। বিভিন্ন পত্রিকায় তিনি লিখতেন। ১৩১২ বা লাভপুরে নাট্যালয় প্রতিষ্ঠা করেন ১৩৩৩ বা ‘পূর্ণিমা’ পত্রিকার সম্পাদক ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘নবাবী আমল’, ‘বীর রাজা’, ‘ভুলের খেলা, ‘রূপকুমারী’ (গীতিনাট্য), ‘প্রভাত স্বপ্ন’, ‘অন্তরায়’ (উপন্যাস) প্রভৃতি।
পূর্ববর্তী:
« নির্মলনলিনী ঘোষ
« নির্মলনলিনী ঘোষ
পরবর্তী:
নির্মলা মা »
নির্মলা মা »
Leave a Reply