নির্মল ভট্টাচাৰ্য (? – ২৫-৭-১৯৮০) সঙ্গীতশিল্পী, সুরকার। অগ্রজ স্বনামধন্য গীতিকার অনিল ভট্টাচার্যের (?–১৯৪৪) বহু গানে তিনি সুর দিয়েছিলেন এবং গ্রামোফোন রেকর্ডে অনেক প্রথিতযশা শিল্পীর দ্বারা গীত হয়ে তা জনসমাদর পেয়েছে। আকাশবাণী কলিকাতা থেকে প্রচারিত বিভিন্ন সঙ্গীতালেখ্যের পরিচালক ছিলেন। সঙ্গীত প্ৰযোজক হিসাবে কয়েকটি ছায়াছবিতে সুর দিয়েছেন।
পূর্ববর্তী:
« নির্মল বীবী (নিমি)
« নির্মল বীবী (নিমি)
পরবর্তী:
নির্মল লালা »
নির্মল লালা »
Leave a Reply