নির্মলনলিনী ঘোষ (১৮৮০? – ১৯৭৬)। নদীয়া জেলার প্রথম মহিলা সত্যাগ্রহী। স্বামী রামেন্দ্ৰনাথ কৃষ্ণনগর সরকারী কলেজের অধ্যাপক ছিলেন। ১৯৩০ খ্ৰী. আইন অমান্য আন্দোলনে অংশ গ্ৰহণ করে সরকারী কর্মচারী স্বামীর বাড়ির ছেড়ে অনয বাড়ি ভারা করে কংগ্রেসের মহিলা সংগঠন করতেন। ক্রমে ঐ বাড়িটি কংগ্রেসের ঘাঁটিতে পরিণত হয়। তার স্বামী প্ৰত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্ৰহণ না করলেও উপার্জিত অৰ্থ ব্যয় করতেন রাজনৈতিক কাৰ্যকলাপের জন্য ও সমাজসেবার কাজে। ১৯৩১ খ্রী. আইন অমান্য করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। বিভিন্ন সময়ে কৃষ্ণনগর, বহরমপুর, আলিপুর সেন্ট্রাল জেল ও হিজলী স্পেশাল জেলে আটক থাকতে হয়। তার এক দেবার শশীন্দ্ৰনাথ কারারুদ্ধ থাকাকালে জেলরক্ষীর গুলিতে গুরুতরভাবে আহত হন। অপর দেবার শৈলেন্দ্ৰনাথ আমেরিকায় থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্ৰহণ করায় দীর্ঘদিন আমেরিকাতেই কারাদণ্ড ভোগ করেন।
পূর্ববর্তী:
« নির্মলজীবন ঘোষ
« নির্মলজীবন ঘোষ
পরবর্তী:
নির্মলশিব বন্দ্যোপাধ্যায়, রায়বাহাদুর »
নির্মলশিব বন্দ্যোপাধ্যায়, রায়বাহাদুর »
Leave a Reply