নির্মল দাস (১৯০২ – ১৪-৫-১৯৭৯) স্বাধীনতা-সংগ্ৰামী ও যশোহর-খুলনা যুব-সঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য। ১৯২১ খ্রী. প্রমথ ভৌমিকের সহকর্মী হিসাবে স্বাধীনতা সংগ্রামে প্ৰথম যোগ দেন। মেছুয়াবাজার বোমা মামলায় যুক্ত ছিলেন। জেলে থাকা-কালে কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত হন এবং পরে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। বিভিন্ন সময়ে কুড়ি বছর কারাদণ্ড ভোগ করেন।
পূর্ববর্তী:
« নির্মল চট্টোপাধ্যায়
« নির্মল চট্টোপাধ্যায়
পরবর্তী:
নির্মল বীবী (নিমি) »
নির্মল বীবী (নিমি) »
Leave a Reply