নির্মলচন্দ্র লাহিড়ী (৪-১০-১৯০৬ – ৩-১-১৯৮০) রংপুর। হরিশ্চন্দ্ৰ। খ্যাতনামা জ্যোতির্বিদ, গণিতাচাৰ্য, পঞ্জিকা-সংস্কারক এবং ইন্ডিয়ান অ্যাষ্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা-সভাপতি। ১৯২৮ খ্ৰী. রংপুর কারমাইকেল কলেজ থেকে বি-এ, এবং ১৯৩৩ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে মিশ্রগণিতে এম.এ. পাশ করেন। ১৯৩৪–৫৩ খ্রী. কেন্দ্রীয় সরকারের বাণিজ্যিক সংবাদ ও সংখ্যাতত্ত্ব বিভাগে কর্মরত ছিলেন। এরপর ড. মেঘনাদ সাহার সভাপতিত্বে গঠিত ভারত সরকারের ক্যালেন্ডার রিফর্ম কমিটির তিনি সম্পাদক হন। ১৯৫৫ খ্রী. এই কাজ সম্পূর্ণ হলে ভারত সরকারের অন্য একটি পরিকল্পনা-’ভারতীয় পঞ্জিকা ও নৌ-সারণী’ প্ৰস্তুতির মত মৌলিক গবেষণামূলক কাজের ও ভারতের বিভিন্ন ভাষায় জ্যোতিষভিত্তিক পঞ্জিকা প্ৰকাশনার দায়িত্বপ্রাপ্ত হন। ১৯৫৬ খ্রী. আন্তর্জাতিক জ্যোতিবিদ্যা ইউনিয়নের পঞ্চাঙ্গ বা পঞ্জিকা কমিটির সদস্য-পদ লাভ করেন। ভারতীয়দের মধ্যে তিনিই প্ৰথম এই গৌরবের অধিকারী। ১৯৭০ খ্রী. সরকারী চাকরি থেকে অবসর গ্রহণের পর জ্যোতির্বিদ্যার চর্চাতেই ব্যাপৃত থাকেন ও বিভিন্ন ধরনের পঞ্জিকা প্ৰকাশ করেন। রচিত গ্ৰন্থ : ‘পঞ্চাঙ্গ দর্পণ’, ‘Tables of Ascendants’, ‘Tables of the Sun’, ‘Advance Ephemeris for 100 Years’ (1951 to 2050 A.D.), ‘Tables of Sunrise, Sunset and Moonrise, Moonset’ প্রভৃতি। তাঁর সূর্যসিদ্ধান্ত গ্রন্থাশ্রিত করণ-গ্ৰস্থাদির সাহায্যে পঞ্জিকা-সংস্কার বিশেষ উল্লেখযোগ্য। জ্যোতির্বিদ্যায়। তার অবদানের জন্য কাঞ্চীপুরমের শঙ্করাচার্য তাঁকে ‘গণিতকলানিধি’ উপাধি দান করেন।
পূর্ববর্তী:
« নির্মলকুমার সেন
« নির্মলকুমার সেন
পরবর্তী:
নির্মলচন্দ্ৰ চন্দ্ৰ »
নির্মলচন্দ্ৰ চন্দ্ৰ »
Leave a Reply