নির্মলচন্দ্ৰ বড়াল, ‘বাণীকণ্ঠ’ (১৮৯৫ – ১৬-১০-১৯৮৫)। খ্যাতনামা গীতিকার, সুরকার ও শিল্পী। একদা ‘মন না। রাঙায়ে কী ভুল করিয়ে কাপড় রাঙালে যোগী’, ‘কলকল ছলছল চলেছে ঝরণা জল, ‘তুই, পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস প্রভৃতি গান নিজসুরে ও স্বকন্ঠে রেকর্ড করে খুবই জনপ্রিয় হন। তাঁর কিছু গান ও স্বরলিপির বই আছে।
পূর্ববর্তী:
« নির্মলচন্দ্ৰ চন্দ্ৰ
« নির্মলচন্দ্ৰ চন্দ্ৰ
পরবর্তী:
নির্মলজীবন ঘোষ »
নির্মলজীবন ঘোষ »
Leave a Reply