নির্মলচন্দ্ৰ চন্দ্ৰ (৬-১০-১৮৮৮ – ১-৩-১৯৫৩) কলিকাতা। রাজচন্দ্ৰ। প্ৰখ্যাত দেশসেবক। এম-এ, বি-এল–পাশ করে প্রথমে হাইকোটের উকিল হন। পরে পিতার ফার্ম জি, সি, চন্দ্র অ্যান্ড কোং-তে যোগ দেন। দেশবন্ধু চিত্তরঞ্জনের সহকারী পঞ্চপ্রধান বা বিগ-ফাইভের অন্যতম হিসাবে স্বরাজ্য দলের নেতৃত্ব লাভ করেন। দেশসেবায় প্রভূত অর্থ দান করে রাজনীতিতে সম্পূর্ণ আত্মনিয়োগ করেন। ডাককমী, ট্রাম শ্রমিক ও চা-বাগান শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। ‘ফরওয়ার্ড’, ‘বৈতালিক’, ‘রূপ ও রঙ্গ’ প্রভৃতি পত্রিকার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ১৯১৫ খ্রী কলিকাতার পৌর প্রতিনিধি, বঙ্গীয় প্ৰাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি, ১৯২৬–৩০ খ্রী. কেন্দ্রীয় আইনসভার সদস্য, ১৯৩৫ খ্রী. কংগ্রেসের পক্ষ থেকে আইনসভার সদস্য ও ১৯৫৩ খ্রী. কলিকাতার মেয়র ছিলেন। এছাড়া ১৯২৩ – ২৬ খ্ৰী. অ্যাটর্নি সোসাইটির সভাপতি হয়েছিলেন। তার পিতামহ গণেশচন্দ্র এবং পিতা উভয়েই কলিকাতা মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন।
পূর্ববর্তী:
« নির্মলচন্দ্র লাহিড়ী
« নির্মলচন্দ্র লাহিড়ী
পরবর্তী:
নির্মলচন্দ্ৰ বড়াল, ‘বাণীকণ্ঠ’ »
নির্মলচন্দ্ৰ বড়াল, ‘বাণীকণ্ঠ’ »
Leave a Reply