নির্মল গঙ্গোপাধ্যায়, ডাঃ (১৯১২ – ২০-৯-১৯৭৯)। ম্যালেরিয়া দূরীকরণে তাঁর প্রচেষ্টা স্মরণীয়। কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারী পাশ করে কিছুদিন বেঙ্গল-নাগপুর রেলওয়েতে সহকারী সার্জনরূপে কাজ করেন। ১৯৫১ খ্রী. স্টেট মেডিক্যাল সার্ভিসে যোগ দেন। পরে সরকারী স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর হয়েছিলেন। ১৯৬০ খ্রী. বিশ্বস্বাস্থ্য সংস্থায় ম্যালেরিয়া-বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত হন। তার আগে ঐ সংস্থার ফেলোশিপ প্রোগ্রামে ইউরোপ ও দক্ষিণ আমেরিকা পরিদর্শন করেন। ১৯৬৭ খ্রী. জেনেভায় এবং ১৯৭২ খ্রী. ম্যানিলায় পরামর্শদাতা হিসাবে যান। অবসর-গ্রহণের পর জনস্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« নির্মল কুমার
« নির্মল কুমার
পরবর্তী:
নির্মল চট্টোপাধ্যায় »
নির্মল চট্টোপাধ্যায় »
Leave a Reply