নির্মলকুমার সেন (১৮৯৮ – ১৩-৬-১৯৩২) কোয়েপাড়া-চট্টগ্রাম। রসিকচন্দ্র। ম্যাট্রিক পাশ করে চট্টগ্রাম এন. এম. স্কুলে ডাক্তারী পড়তে পড়তে গুপ্ত বিপ্লবী দলে যোগ দিয়ে পড়া ছেড়ে দেন। অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের উদ্দেশ্যে ১৯২০ খ্রী. ব্ৰহ্মদেশে যান। অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে ১৯২৪ খ্রী. গ্রেপ্তার হয়ে ৩ বছর বিনা বিচারে আটক থাকেন। বিপ্লবী কাজে সক্রিয় ভূমিকা গ্ৰহণ করে দলের জন্য অর্থসংগ্ৰহ করেন। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে ও জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যের সঙ্গে সংগ্রামে অংশগ্রহণ করে গ্রেপ্তার এড়াতে লুকিয়ে থাকেন। দু’বছর পর ধলঘাট গ্রামে সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে সামরিক বাহিনী তাঁর সন্ধান পেয়ে বাড়ি ঘিরে ফেলে। এই আশ্রয়স্থলে তখন নেতা সূর্য সেন ও গ্ৰীতিলতা ছিলেন। নির্মল সেনের সঙ্গে সামরিক বাহিনীর যুদ্ধের সুযোগে তারা সামরিক বাহিনীর বেষ্টনী ভেদ করে প্রস্থান করতে সক্ষম হন। নির্মলের সঙ্গী অপূর্ব সেনের গুলিতে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন ক্যামেরুন নিহত হন। এই সংঘর্ষের কিছুক্ষণ পরে নির্মল মারা যান।
পূর্ববর্তী:
« নির্মলকুমার সিদ্ধান্ত
« নির্মলকুমার সিদ্ধান্ত
পরবর্তী:
নির্মলচন্দ্র লাহিড়ী »
নির্মলচন্দ্র লাহিড়ী »
Leave a Reply