নির্মলকুমার সিদ্ধান্ত (১৩০০ – ৩-৯-১৩৬৮ ব) আগ্ৰা—উত্তরপ্রদেশ। আদি নিবাস সোনামুখী-বাঁকুড়া। শিক্ষা-আগ্ৰা, বাঁকুড়া জেলা স্কুল, স্কটিশচার্চ কলেজে। ১৯১৫ খ্ৰী. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যের। ছাত্ররূপে প্ৰবেশ করে ১৯১৮ খ্রী. বি-এ, পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করে রেকর্ড স্থাপন করেন।। ১৯২০ খ্রী. এম.এ. পরীক্ষাতেও প্রথম হন। ১৯২২ খ্রী লন্ডন বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসাবে কর্মজীবন শুরু। ১৯২৩ খ্রী. রীডার হিসাবে লক্ষ্মেী বিশ্ববিদ্যালয়ে যোগদান করে ১৯৫১ খ্রী. পর্যন্ত ঐ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকেন এবং শেষ ১৮ বছর ফ্যাকাল্টি অফ আর্টসের উীন ছিলেন। ১৯৫৫–৬০ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য ছিলেন। তার সময়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট হল ভাঙ্গার জন্য ‘বিশ্ববিদ্যালয়ের কালাপাহাড়’ এই দুর্নাম পেয়েছিলেন। ১৯৬০ খ্ৰী. দিল্পী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ভারতে ডিরেক্ট মেথড-এ ইংরেজী শিক্ষা প্রবর্তনের তিনি অন্যতম পথিকৃৎ। ইউরোপ, আমেরিকা, দূরপ্রাচ্যের দেশসমূহে শিক্ষক প্রতিনিধিরূপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের বিভিন্ন শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর রচিত ‘হিরোইক এজ’ প্রাচীন ভারতীয় সংস্কৃতির উপর মূল্যবান গ্রন্থ। রবীন্দ্রসঙ্গীতের প্রখ্যাত শিল্পী চিত্রলেখা তাঁর স্ত্রী।
পূর্ববর্তী:
« নির্মলকুমার বসু
« নির্মলকুমার বসু
পরবর্তী:
নির্মলকুমার সেন »
নির্মলকুমার সেন »
Leave a Reply