নিরঞ্জন বড়ুয়া (১৯২০ – ২৭-৯-১৯৪৩) সিলোন্যা-চট্টগ্রাম। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাদ্রাজে সৈন্যবিভাগে কর্মরত ছিলেন। চতুর্থ মাদ্রাজ কোস্ট্যাল ডিফেন্স ব্যাটারিতে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে ১৮-৪-১৯৪৩ খ্রী. তাদের ১২ জন সৈনিককে গ্রেপ্তার করে নিরঞ্জনসহ ৯ জনকে মাদ্রাজ দুর্গে কোর্ট মার্শালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা মৃত্যুর সময় ‘বন্দেমাতরম’ ধ্বনি ও পরস্পরকে আলিঙ্গন করে হাসিমুখে প্ৰাণ উৎসর্গ করেন।
পূর্ববর্তী:
« নিরঞ্জন পাল
« নিরঞ্জন পাল
পরবর্তী:
নিরঞ্জন সেনগুপ্ত »
নিরঞ্জন সেনগুপ্ত »
Leave a Reply