নিরঞ্জন পাল (? – ১৯৫৮) পৈল-শ্ৰীহট্ট। দেশনেতা বিপিনচন্দ্ৰ। প্ৰথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার। ইংরেজবিদ্বেষী নিরঞ্জনকে ঘটনাচক্ৰে দেশ থেকে বিলেত চলে যেতে হয়। সেখানে তিনি ডাক্তারী পড়তেন। তার খরচ দিতেন চিত্তরঞ্জন দাশ। বিলেতে থাকাকালে ইংরেজদের তোলা চলচ্চিত্রে ভারতীয় চরিত্র যেভাবে বিকৃত করে দেখান হত তার প্রতিবাদে সত্যকার ভারতীয় চরিত্র নিয়ে গল্প লিখে ছবি করার উদ্দেশ্যে ১৯১৯ খ্রী তিনি বৃটিশ এন্ড ওরিয়েন্টাল কোম্পানী নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ভারতীয় চরিত্র নিয়ে ইংরেজী ছবির অনেকগুলি গল্প লেখেন। তার মধ্যে ম্যাথু আর্নলডের ক্লাসিক রচনা অনুসরণ করে ‘The Light of Asia’ (বুদ্ধের জীবনী)। চিত্রনাট্য বিশেষ উল্লেখযোগ্য। ছবিটি তুলেছিলেন ভারতের গ্রেট ইস্টার্ন কর্পোরেশন এবং জার্মানীর এমেলকা কোম্পানী। শেষোক্ত প্রতিষ্ঠানের প্রযোজনায় ছবিটি ১৯২৬ খ্রী. লন্ডনে মুক্তি পায়। এই ছবিতেই তিনি জগৎজোড়া খ্যাতি অর্জন করেন। কলিকাতায় ফিরে তিনি অরোরা ফিল্ম কর্পোরেশনে যোগ দেন এবং অরোরার প্রতিষ্ঠাতা অনাদি বসুকে তথ্যচিত্র নির্মাণের যে পরিকল্পনা দেন তা নিয়ে অরোরা ফিল্ম সেযুগে বহু ঐতিহাসিক ঘটনার তথ্যচিত্র নির্মাণ করে। ১৯৩৯ খ্রী. কলিকাতা কংগ্রেসের অধিবেশনের তথ্যচিত্র তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« নিমাইচাঁদ শীল
« নিমাইচাঁদ শীল
পরবর্তী:
নিরঞ্জন বড়ুয়া »
নিরঞ্জন বড়ুয়া »
Leave a Reply