নিরঞ্জনপ্রসাদ চক্রবর্তী। লিপিতত্ত্ব-বিশারদ। আর্কিওলজিকাল সার্ভে অব ইণ্ডিয়ার ডিরেক্টর জেনারেল হয়েছিলেন। বহু অপ্রকাশিত দলিলের, মূল্যবান প্রাচীন বৌদ্ধশাস্ত্রগ্রন্থের ও প্রত্নলিপির পাঠোদ্ধার ও সম্পাদনা করে প্রকাশ করে গেছেন। খরোষ্ঠী লিপির পাঠে ‘অভিজ্ঞ’ স্বল্পসংখ্যক ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।
পূর্ববর্তী:
« নিরঞ্জন সেনগুপ্ত
« নিরঞ্জন সেনগুপ্ত
পরবর্তী:
নিরুপমা দেবী »
নিরুপমা দেবী »
Leave a Reply