নিভাননী দেবী (১৮৯৫ – ২২-১২-১৯৭৮) অভিনেত্রী ব্রজরাণীর কন্যা নিভাননী অল্পবয়সে মাতৃহারা হয়ে অভিনেত্রী চুনীবালার কাছে লালিতপালিত হন এবং তারই হাত ধরে ছয় বছর বয়সে বাঙলার রঙ্গমঞ্চের জগতে প্ৰবেশ করেন। অর্ধেন্দুশেখর মুস্তাকী পরিচালিত ‘সমাজ’ নাটকে তার প্রথম অভিনয়। তোর-চৌদ্দ বছর বয়সেই ন্যাশনাল থিয়েটারে যোগ দিয়ে অভিনয়কে পেশা হিসাবে গ্রহণ করেন। অভিনয়ের প্রথম শিক্ষা অর্ধেন্দুশেখর মুস্তাফী, অভিনেত্রী তারাসুন্দরী এবং পরে নরেশ মিত্রর কাছে। নাচ ও গানেও পারদর্শিনী ছিলেন। প্রায় ৫০ বছরের অভিনেত্রী জীবনে ‘কৰ্ণাৰ্জ্জুন’, ‘অযোধ্যার বেগম’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘গোলকুণ্ডা’, ‘ ‘নবাবী আমল’, ‘রূপকুমারী’, ‘অন্সরা’, ‘সুদাম’, ‘ইরানের রাণী’, ‘শ্ৰীকৃষ্ণ’, ‘শ্ৰীদুৰ্গা’, ‘অভিমান’ প্রভৃতি বহু নাটকে অভিনয় করেন। চলচ্চিত্রেও প্ৰায় ৩৫০ টি ছবিতে অভিনয় করেছেন। ১৯৩০ খ্রী. থেকে কলিকাতা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। যশোরের এক জমিদারের সঙ্গে তার বিবাহ হয়েছিল।
পূর্ববর্তী:
« নিবেদিতা, ভগিনী
« নিবেদিতা, ভগিনী
পরবর্তী:
নিমাই পীর »
নিমাই পীর »
Leave a Reply